ডেস্কটপে সিডি ড্রাইভের স্বয়ংক্রিয় আইকন

From WikiEducator
Jump to: navigation, search

ডেস্কটপে সিডি ড্রাইভের স্বয়ংক্রিয় আইকন

কম্পিউটারে সিডি বা পেনড্রাইভ ঢোকালে সাধারণত মাই কম্পিউটারে ঢুকে তা খুলতে হয়। তবে ডেস্কটপ মিডিয়া নামের একটি সফটওয়্যার দিয়ে ডেস্কটপ থেকেই সিডি/পেনড্রাইভ খোলা যায়। ৩৭৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://mediafire.com/?n1y2ynjdggw ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলে সফটওয়্যারটি ইনস্টল করুন। এর পর থেকে সিডি বা পেনড্রাইভ কম্পিউটারে ঢোকালে ডেস্কটপে স্বয়ংক্রিয়ভাবে তার শর্টকার্ট আইকন চলে আসবে। তবে ইচ্ছে করলে অন্যান্য ড্রাইভের আইকনও ডেস্কটপে আনা যাবে। নিচে ডানপাশে ডেস্কটপ মিডিয়া নামের একটি আইকন আসবে। আইকনে ক্লিক করে Option-এ যান। কোনো কোনো ড্রাইভ পিসিতে সংযুক্ত হলে তার শর্টকার্ট আইকন স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপে আসবে; তা এখান থেকে নির্বাচন করা যাবে।


--Foez 03:36, 25 August 2010 (UTC)