ডিভিডি থেকে ফাইল কপি সহজেই
ডিভিডি থেকে ফাইল কপি সহজেই
নানা প্রয়োজনে অনেক সময় আমরা ডিভিডি থেকে ফাইল কপি করে থাকি। অনেক সময় কিছু কিছু ডিভিডি ডিস্ক থেকে ফাইল কপি করা সম্ভব হয় না। ফাইল কপি করতে গেলে This DVD is copyৎight pৎotected লেখা বার্তা আসে। এর কারণ ওই ডিভিডিটি Content Scৎamble System (CSS) সিস্টেমে তৈরি করা হয়েছে। ফলে এনক্রিপটেড ডিভিডির ফাইল কপি করতে হলে তা ডিক্রিপ্ট করতে হবে। ডিভিডি ডিক্রিপ্ট করার জন্য সফটওয়্যার লাগবে।
ডিভিডি ডিক্রিপ্ট করার জন্য ‘‘DVD43’’ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। বিনা মূল্যে ব্যবহারযোগ্য এই সফটওয়্যারটি http://dvd43.com ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করুন। এখন পিসি রিস্টার্ট করুন।
খেয়াল করুন টাস্কবারে ডানে সবার নিচে একটি হলুদ আইকন এসেছে। এরপর আপনি যদি কোনো কপিরাইট প্রটেক্টেড ডিভিডি পিসিতে প্রবেশ করান, তাহলে টাস্কবারে থাকা হলুদ আইকনটি সবুজ হয়ে যাবে। এতে আপনি সহজেই ওই ডিভিডি থেকে সহজেই ফাইল কপি করতে পারবেন।