ছু মন্তর ছু
From WikiEducator
ছু মন্তর ছু
মাহমুদুল হক ফয়েজ
ভুট্টা খেয়ে ভুট্টো মশাই
করেন নাচা নাচি,
নাকের ভিতর কুড়াল মেরে
দিলেন জোরে হাঁচি।
জয়বাংলায় নাকি তিনি
দেখেন বড় সাপ,
সাপ দেখে হায় ভয় পেয়েছেন
খোলেন ছোরার খাপ।
ছুরি খুলে হঠাৎ তিনি
কুঁচকো করেন ভুরি,
ভুট্টো মশাই ধরেন হাতে
মরচে পরা ছুরি।
ভোঁতা ছুরি কাজ হবেনা
করেন এখন কি ?
‘ছু মন্তর ছু’ দিয়েছেন
নাকে দিলেন ঘি।