কষ্টপুর

From WikiEducator
Jump to: navigation, search

কষ্টপুর
মাহমুদুল হক ফয়েজ

১.
কষ্ট পুরের মেয়ে-
কষ্ট করে ছুঁইলে যখন
অমার হৃদয়, কষ্টে গেছে ছেয়ে।
স্বর্ণ চাঁপা রৌদ্রছায়ায়
ফুটেছিলো আপন মায়ায়
যেইনা তুলে পরলে খোঁপায়
কষ্টে গেছে ছেয়ে।

সে ফুলটা একটা মেয়ে
কষ্ট পুরের মেয়ে ॥


২.
কষ্ট পুরের মেয়ে-
কষ্ট কাতর ছোঁয়া হৃদয়
কষ্টে গেছে ছেয়ে।
স্বর্ণচাঁপা রৌদ্রছায়ায়
ফুটে থাকে আপন মায়ায়
যেইনা তুলে পরলে খোঁপায়
শুকায় কষ্ট পেয়ে,
কষ্ট পুরের মেয়ে ।

ঘরে বাইরে ইত:স্তত
একটি মেয়ে ফুলের মত
কষ্টে সদাই গৃহের ব্রত
ভাঙছে হোঁচট খেয়ে ।
একটি ফুল তবুও বাঁচে
ফুলেরই মুখ চেয়ে
কষ্ট পুরের মেয়ে ॥

মাহমুদুল হক ফয়েজ

--Foez 12:05, 17 September 2010 (UTC)