কম্পিউটার দ্রুত চালু

From WikiEducator
Jump to: navigation, search

কম্পিউটার দ্রুত চালু

কম্পিউটার চালুর সময় কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যারও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ায় কম্পিউটার চালু হতে সময় বেশি লাগে। স্টার্টআপ থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলতে Start মেনু থেকে Run-এ ক্লিক করুন। এরপর MsConfig লিখে এন্টার চাপুন। একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Startup ট্যাব এ ক্লিক করুন। এখানে যে প্রোগ্রামগুলোয় টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনার কম্পিউটার চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এখান থেকে যে সফটওয়্যারগুলো প্রয়োজন নেই, সেগুলো থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।



--Foez 18:12, 4 March 2011 (UTC)