কম্পিউটার টিপস্

From WikiEducator
Jump to: navigation, search

Computer Tips Bangladesh map.jpg

ডিফ্রাগমেন্ট করুন সহজে

তারিখ: ২২-০৮-২০১০

কম্পিউটারের হার্ডডিক্স ডিফ্রাগমেন্ট করার জন্য উইন্ডোজের সঙ্গে মাইক্রোসফটের নিজস্ব টুলস আছে। এ ছাড়া বিভিন্ন টুলস দ্বারা ডিক্স ডিফ্রাগমেন্ট করা যায়। এমনই একটি ডিফ্রাগমেন্টেশন টুলস হচ্ছে ডিক্স স্পিডআপ। ফ্রিওয়্যার এই সফটওয়্যার দ্বারা অটো ডিফ্রাগ, শিডিউল ডিফ্রাগ, অপটিমাইজ, অ্যানালাইজ করা যাবে। এ ছাড়া ডিফ্রাগমেন্টের পরে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধের সুবিধাও আছে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একসঙ্গে সব ড্রাইভ ডিফ্রাগমেন্ট করা যায়। দুই মেগাবাইটের এই সফটওয়্যারটি[ www.glarysoft.com] থেকে নামানো যাবে।


ওয়েবসাইটে শিক্ষা তথ্য

শিক্ষাবিষয়ক নানা তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে পড়ুয়া (www.porua.com) নামের একটি ওয়েবসাইট। এতে শিক্ষা বৃত্তি, ক্যারিয়ার পরিকল্পনা, অনলাইন বইপত্র, গবেষণা প্রতিবেদন ইত্যাদি পাওয়া যাবে।



ছবির পটভূমি পরিবর্তন

ছবির পটভূমি পরিবর্তন সাধারণত ছবি সম্পাদনার সফটওয়্যার ফটোশপে বিভিন্ন ছবির পটভূমি বা এর রং পরিবর্তন করা যায়। কিন্তু ফটোশপ না জেনেও পিকচার কাটআউট গাইড দিয়ে এ কাজটি করা যায়। সফটওয়্যারটির ওয়েব ঠিকানা www.tintguide.com/en/picturecutout.html।



অনলাইনে ভাইরাস স্ক্যান করুন

অনলাইনে ভাইরাস আছেকি না তা দেখার (স্ক্যান করা) অনেক ওয়েবসাইট রয়েছে। তবে একটি সাইট থেকেই জনপ্রিয় ২১টি অ্যান্টিভাইরাস দিয়ে ফাইল স্ক্যান করা যায়। এ রকমই একটি ওয়েবসাইট www.jotti.org। এ সাইটে এভিরা, এভিজি, ক্যাসপারস্কিসহ জনপ্রিয় ২১টি অ্যান্টিভাইরাস দিয়ে ফাইল স্ক্যান করা যাবে। সর্বোচ্চ ১৫ মেগাবাইটের ফাইল বিনা মূল্যে স্ক্যান করা যাবে।



আয়ের তথ্য নিয়ে ওয়েবসাইট

ইন্টারনেট থেকে আয়ের কৌশল নিয়ে চালু হয়েছে একটি ওয়েবসাইট। এতে ইন্টারনেট থেকে আয়ের পদ্ধতি, আউটসোর্সিং, কর্মশালা ইত্যাদির খবর পাওয়া যাবে। ঠিকানা : www.onlineearninghelp24.com।



ওয়েবসাইটে নানা তথ্য

নানা ধরনের তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে বিডিপোর্টাল২৪ Www.bdportal24.info ওয়েবসাইট। এতে প্রযুক্তিবিষয়ক নানা তথ্য, খেলার খবরসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।



মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন

বিভিন্ন কারণে কম্পিউটার থেকে ফাইল মুছে (রিসাইকেল বিন থেকেও) যেতে পারে। মুছে যাওয়া এসব ফাইল চিরতরে হারিয়ে যায় না। মুছে যাওয়া এসব ফাইল ফিরিয়ে আনা যায় বিভিন্ন ডেটা রিকভারি সফটওয়্যার দ্বারা। এ রকমই একটি সফটওয়্যার হচ্ছে পিসি টুলস ফাইল রিকভারি। এই সফটওয়্যার দ্বারা সহজেই মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া যায়। পিসি টুলস ফাইল রিকভারি সফটওয়্যারটি http://softandebook.blogspot.com/2009/11/pc-tools-file-recover-75.html থেকে নামাতে পারবেন।



নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে। অনেক সময় ভাইরাসের কারণে এই অপশনটি হারিয়ে যায়। এ রকম হলে Start/Run-এ গিয়ে rundll32 shell32.dll, Control_RunDLL hotplug.dll লিখে এন্টার চাপুন। এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারণ করার জন্য Safely remove অপশনটি পাবেন।


তৈরি করুন নিজের স্কেচ

স্বয়ংক্রিয়ভাবে নিজের ছবির পেনসিল স্কেচ তৈরি করা যায় ‘ইনস্ট্যান্ট ফটো স্কেচ’ নামের একটি সফটওয়্যার দিয়ে। ৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/instant-photo-sketch-softare.html ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি ইনস্টল করার পর চালু করুন। এখন file/open অপশন থেকে যে ছবিটির স্কেচ তৈরি করতে চান সেটি নির্বাচন করুন। এরপর create sketch বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ছবিটির স্কেচ তৈরি হয়ে যাবে। স্কেচ করা ছবিটি file/save-এ গিয়ে সংরক্ষণ করুন।


অডিও ফাইল সম্পাদনা

অডিও ফাইল সম্পাদনা করার ২০ মেগাবাইটের সফটওয়্যার সাউন্ড এডিটর www.free-sound-editor.com ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি দ্বারা MP3, MP2, WMA, WAV এবং OGG ফরম্যাটে অডিও ফাইল রেকর্ড ও রূপান্তরসহ, ভিডিও ফাইল ও ইউটিউব থেকে অডিওতে রূপান্তর করা যায়। এ ছাড়াও এসব ফরম্যাটের ফাইলগুলো থেকে অডিও সিডি রাইট (বার্ন) করা যাবে। আরও আছে অডিও সম্পাদনা করার সব সুবিধা।



সহজে ভিডিও ফাইল রূপান্তর করুন

বিভিন্ন কারণে ভিডিও ফাইল অন্য ফরম্যাটে কনভার্ট (রূপান্তর) করার প্রয়োজন হয়। অডিও-ভিডিও অন্য ফরম্যাটে রূপান্তর করার একটি সফটওয়্যার হচ্ছে আইওয়াইসফট ফ্রি ভিডিও কনভার্টার। এই সফটওয়্যারে প্রায় সব ফরম্যাটের অডিও-ভিডিও সমর্থন করে। এর মধ্যে AVI, MPEG, VOB, ASF, WMV, MP4,ÊAVCHD, FLV, MKV, RM, MOV, 3GP, H.264/AVC, DivX, XviD ফরম্যাটের ভিডিও এবং MP3, MP2, WMA, WAV, OGG, M4A, AC3, AAC, RA, APE, FLAC, AIFF, MPA ফরম্যাটের অডিও অন্যতম। এসব ফরম্যাটের অডিও-ভিডিও এক থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা যাবে। এ ছাড়া সরাসরি ভিডিওকে PSP, Zune, iPod, iPhone, Apple TV, PS3, Xbox, Creative Zen, Archos এবং অন্যান্য মাল্টিমিডিয়া ডিভাইস উপযোগী করা যাবে। আর অন্য ফরম্যাটে রূপান্তর করার সময় ভিডিও ক্রোপ করা, লোগো যোগ করা, লেখা যুক্ত করা যাবে। ৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.easy-video-converter.com থেকে নামানো যাবে।


সিডি লিখুন সহজে

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ছাড়াই সিডি লেখা (রাইট করা) যায়। এ জন্য আপনার সিডি রাইটার থাকতে হবে। যে ফাইলগুলো সিডিতে রাইট করতে চান সেগুলো সিডি রাইট ড্রাইভে কপি করুন। এরপর বাঁ দিকের Write these files to CD অপশনে ক্লিক করলেই সিডি রাইটিংয়ের কাজ শুরু হবে।


টাইপিংয়ের কাজ করুন সহজে

বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারে লিখতে হয়। টাইপ করার এ কাজটা অনেকের কাছেই সহজ নয়।‘লেট মি টাইপ’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ইচ্ছে করলে আপনি আরও সহজে টাইপিং করতে পারবেন। এই সফটওয়্যারটি টাইপ করার সময় সব শব্দ স্বয়ংক্রিয়ভাবে মনে রাখবে। এর ফলে পরবর্তী সময়ে আগে লেখা কোনো শব্দ সহজেই লেখা যাবে। মাত্র ৫৯১ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/letmetype-download-link-1-donload-link.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি ইনস্টল করুন। এরপর থেকে আগে লেখা কোনো শব্দ টাইপ করলে মাউস পয়েন্টারের সঙ্গে নম্বর অনুসারে তার তালিকা দেখা যাবে এবং উপযুক্ত শব্দ বেছে নিতে ওই নম্বরটি চাপতে হবে। সবার নিচে ডানে টাস্কবারে কি-বোর্ডের আইকন আসবে, এখান থেকে সফটওয়্যারটির বিভিন্ন সেটিংস পাল্টানো যাবে।


কম্পিউটার নিরাপদ রাখুন

কম্পিউটার ভাইরাসের সমস্যায় পড়ে থাকেন অনেকেই।কম্পিউটারকে ভাইরাসমুক্ত করতে ইমারজেন্সি কিট ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। কম্পিউটারকে প্রায় ৪০ লাখের মতো বিভিন্ন ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার থেকে মুক্ত করা যায় ইমসিসফট ইমারজেন্সি কিট দিয়ে। বহনযোগ্য এই সফটওয়্যার দিয়ে কম্পিউটারের ভাইরাস, ট্রজন, ওয়ার্ম, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, কিলগার ইত্যাদি স্ক্যান এবং পরিষ্কার (ক্লিন) করা যাবে। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.emsisoft.com থেকে নামানো যাবে। তবে এই http://freeandfreeware.blogspot.com/2010/07/emsisoft-emergency-kit.html সাইটে ৯৩টি মিরর নামানোর লিংক আছে। ফলে মূল সাইট থেকে নামাতে সমস্যা হলেও মিরর ডাউনলোড লিংক থেকে তা নামানো যাবে।


পিডিএফ ফাইল রাখুন নিরাপদে

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) কাজের জন্য বেশ জনপ্রিয়। যেকোনো ধরনের ডকুমেন্টকে পিডিএফে রূপান্তর করা এবং খোলা যায়। অন্যান্য ডকুমেন্টের মতো পিডিএফ ফাইলে পাসওয়ার্ড দেওয়া যায়, যাতে খোলা না যায়। তাছাড়া খোলার ব্যবস্থা রেখে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থাও করা যায়। ইচ্ছে করলে আপনার পিডিএফ ফাইলটি কেউ প্রিন্ট করতে পারবে না বা প্রিন্ট করতে পারবে কিন্তু কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা কপি করতে পারবে না। এমনটি ফটোশপ বা অন্যান্য সফটওয়্যারেও পাসওয়ার্ড ব্যতীত খুলতে পারবে না। এ জন্য পিডিএফ ফাইলটি যেকোনো এডোবি এক্রোবেটে খুলুন। এবার Document মেনু থেকে Security>Restrict Opening and Editing-এ ক্লিক করুন, তাহলে Password Security-Seeting আসবে। এখন ফাইলটি খোলার ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে চাইলে Require a password to open the document চেকবক্স চেক করে Document Open Password-এ পাসওয়ার্ড দিন। আর অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা দিতে চাইলে Use a password to restrict printing and editing of the document and its security settings চেকবক্স চেক করে Permissions Password-এ পাসওয়ার্ড দিয়ে Printing Allowed এবং Changes Allowed দরকারমতো নির্বাচন করে Ok করুন এবং ডকুমেন্টটি সংরক্ষণ করুন।





--Foez 05:45, 24 August 2010 (UTC)
</div></div>