কম্পিউটারের গতি বাড়ান

From WikiEducator
Jump to: navigation, search

কম্পিউটারের গতি বাড়ান

সাধারণভাবে কম্পিউটার ব্যবহারকারীরা মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। ব্যবহারকারীদের প্রতিনিয়তই কম্পিউটারের গতি কমের সমস্যায় পড়েন। কিছু কাজ করলে সহজে কম্পিউটারের গতি বাড়ানো সম্ভব। এ জন্য Start\menu\Run\open\ Recent লিখে এন্টার করুন।এবার যে উইন্ডো খুলবে তার সবগুলো ফাইল Enter চেপে delete করে দিন। একইভাবে লিখুন %Temp%, Temp, Prefetch লিখে যে উইন্ডোগুলোতে লেখা আসবে সেসব ফাইলও Enter চেপে Delete দিন। এতে করে এসব ফাইল রিসাইকেল বিনে আর যাবে না। এ ছাড়া My Computer-এ ডান পাশের মাউস ক্লিক করে Property অপশনটি নির্বাচন করুন। এবার Advanced ট্যাবটিতে ক্লিক করে Performance-এর Setting বাটনে ক্লিক করুন। এতে Performance Options নামক একটি উইন্ডো খুলবে। এখানে Adjust for best performance বাটনটি ক্লিক করে Ok করে দিন। আবার আগের মতো করে My Computer থেকে Adjust for best performance বোতাম পর্যন্ত গিয়ে Use common tasks in folders, Use drop shadows for icon levels on the desktop এবং Use visual styles on windows and buttons কমান্ডগুলোর আগে টিক চিহ্ন দিয়ে Ok করুন। এবার আবার Startup\Run\msconfig\startup ট্যাব এ ক্লিক করে সবগুলো ঠিক চিহ্ন উঠিয়ে দিন অথবা Disable All বোতামে ক্লিক করুন। তারপর Apply করে Ok করে দিন। এবার কম্পিউটার পুনরায় চালু করার পর যে ডায়লগ বক্স খুলবে তাতে Don’t show-তে থাকা Again-এ ঠিক চিহ্ন দিয়ে Ok করুন। এতে আপনার কম্পিউটারের গতি বাড়বে।


--Foez 03:01, 25 August 2010 (UTC)