কথা বলবে মাইক্রোসফট ওয়ার্ড
From WikiEducator
কথা বলবে মাইক্রোসফট ওয়ার্ড
চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের ইংরেজি লেখাগুলোকে শব্দে রূপান্তর করা যায়। অর্থাৎ ওয়ার্ডের লেখা স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে কম্পিউটার। এর জন্য লাগবে ‘মাইক্রোসফট টক-ইট’ নামের একটি সফটওয়্যার। মাত্র ৫২৮ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে http://mediafire.com/?x0qv8uq7q459omq ঠিকানার ওয়েবসাইট থেকে। এরপর জিপ ফাইলটি খুলুন। সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল ) বলে ইনস্টলের ঝামেলা নেই। এরপর সফটওয়্যারটি চালু করুন।
ওয়ার্ড থেকে যেকোনো একটি ইংরেজি ডকুমেন্ট কপি করে এনে টেক্সট লেখার নির্দিষ্ট বক্সে পেস্ট করুন এবং Talk it অপশন চাপুন। তাহলেই ফাইলটি সফটওয়্যার পড়ে শোনাবে। মজার ব্যাপার হলো, আপনি ইচ্ছে করলে আপনি বিভিন্ন রকম কণ্ঠে টেক্সট শুনতে পারেন। যেমন: শিশুর কণ্ঠ, বৃদ্ধ কণ্ঠ, মেয়ের কণ্ঠ, ছেলের কণ্ঠ, রোবটের কণ্ঠ, সুরেলা কণ্ঠ। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি সুরেলা কণ্ঠে শুনতে চান তাহলে Personality অপশন থেকে নির্বাচন করুন। এখন ওয়ার্ড থেকে কপি করে আনা টেক্সট খালি বক্সে পেস্ট করুন এবং Talk it অপশনে ক্লিক করুন। তাহলেই সুরেলা কণ্ঠে কম্পিউটার টেক্সট পড়ে শোনাবে। এভাবে আপনি ২০টি ভিন্ন রকম কণ্ঠে টেক্সট শুনতে পারবেন। —খালেদ মাহমুদ খান