ওয়েবে সহজে বাংলা লেখা

From WikiEducator
Jump to: navigation, search



ওয়েবে সহজে বাংলা লেখা


দিন দিন জনপ্রিয় হচ্ছে ওয়েবে বাংলা লেখা। এখন দেখা যায়, ফেসবুকে অনেকে বাংলা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর ব্লগ সাইটগুলোয় বাংলা লেখার ধুম তো লেগেই আছে।মনের ভাবটি ঠিকমতো প্রকাশ করতে ব্লগে জনপ্রিয় হচ্ছে বাংলা লেখা। কিন্তু এ ক্ষেত্রে যাঁরা একেবারেই নতুন, তাঁরা বাংলা লেখার নিয়মকানুন ঠিক মতো জানেন না। আবার কম্পিউটারে ইনস্টল করার বিষয়ও অনেকের অজানা। ফলে ইচ্ছা থাকলেও আর বাংলা লেখা হয়ে ওঠে না। ব্লগ বা সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বাংলা লেখাকে সহজ করে দিচ্ছে বাংলা ডট ওআরজি ডট বিডি (www.bangla.org.bd) নামের একটি ওয়েবসাইট। এখানে বিভিন্ন ব্লগে লেখার সহায়তার জন্য বাংলা লেখার উপায়কে সহজ করা হয়েছে। ২০০৬ সালে এই ওয়েবসাইটের বিভিন্ন কার্যক্রম শুরু করেন সাজেদ চৌধুরী ও আহমেদ আরিফ সিরাজী। সাজেদ চৌধুরী জানান, এই ওয়েবসাইটটির প্রধান লক্ষ্য হচ্ছে, ব্লগ ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোয় বাংলা লেখাকে সহজ ও জনপ্রিয় করা। বর্তমানে এই ওয়েবসাইটে পাঁচ ধরনের ফন্টে সরাসরি বাংলা লেখা যায়। এই ফন্টগুলো হচ্ছে—লেখ, অভ্র, প্রভাত, সামহয়্যারইন ও ইউনিজয়। যেখানে যে ধরনের লেখা প্রযোজ্য, সেখানের জন্য সেই ফন্ট বেছে নেওয়া যাবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের ঠিকানায় প্রবেশ করলেই দেখা যাবে, ডান পাশে একটি অপশন আছে, সেখান থেকে প্রয়োজনীয় ফন্টটি নির্বাচন করতে হবে। এরপর আপনার মনের কথাটি লিখে ফেলুন। সেখানে আরেকটি অপশনে লিংক লেখা আছে। আপনি আপনার লেখাটিতে কোন লিংক দিতে চাইলে সেই ব্যবস্থাও আছে। এখানে আরও অনেক অপশন আছে ঠিক ওয়ার্ড ফাইলের মতো। আপনার লেখাকে ইচ্ছামতো আকার বা নকশা করতেও পারবেন এখান থেকে। লেখা শেষ হয়ে গেলে তা কপি করে কাঙ্ক্ষিত সাইটে তা পেস্ট করুন। ব্যস! এবার ব্লগ বা সামাজিক যোগাযোগের সাইটে নিজের লেখাটি দেখতে পারবেন বাংলায়।

এই ওয়েবসাইটটির বিশেষ সুবিধা হচ্ছে, এটি সব ধরনের অপারেটিং সিস্টেম ও ব্রাউজারে কাজ করে। অনলাইনে সব অপশন আছে বলে কম্পিউটারে আলাদা করে সফটওয়্যার সেটআপ দেওয়ার প্রয়োজন নেই।

যে বানান লিখেছেন, তা নিয়ে সন্দেহ দূর করতে চাইলে এরও ব্যবস্থা আছে। এখানের অভিধান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত বাংলা বানানটি জেনে নিতে পারবেন সহজে! সাজেদ চৌধুরী জানান,

শিগগিরই এই ওয়েবসাইটটিতে আরও বেশ কিছু সুবিধা যোগ হবে। একবার ঢুঁ মারুন এই ওয়েবসাইটে

আর আনন্দের সঙ্গে ওয়েবে বাংলা লিখুন!