ওয়েবক্যাম নেই, তবুও..চ্যাটিং
From WikiEducator
ওয়েবক্যাম নেই, তবুও..চ্যাটিং
অনলাইনে চ্যাটিংয়ের মধ্যে ভিডিও চ্যাটিং বেশ জনপ্রিয়। দূরের প্রিয়জনকে সরাসরি দেখার আনন্দই আলাদা। কিন্তু কারও যদি ওয়েবক্যাম না থাকে, তাহলে নিজেকে দেখানো যায় না। তবে কম্পিউটারে থাকা ভিডিও বা ছবি ভার্চুয়াল ক্যামের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করা যায়। এ রকমই একটি সফটওয়্যার হচ্ছে মেনিক্যাম। বিনা মূল্যে এই সফটওয়্যার দ্বারা কম্পিউটারে থাকা ছবি, ভিডিও, গানের প্লে লিস্ট, ডেক্সটপ ইত্যাদি (এমনকি যুক্ত থাকা ওয়েবক্যাম) শেয়ার করা যায় ওয়েবক্যাম হিসেবে। এ ছাড়া এসব শেয়ারকৃত ছবি বা ভিডিও ওপরে লেখা বা ইফেক্টস দেওয়া যায়। সফটওয়্যারটি www.manycam.com বা http://freeandfreeware.blogspot.com/2010/07/manycam-virtual-web-cam.html থেকে নামানো যাবে।