একদিন সকাল হবে

From WikiEducator
Jump to: navigation, search

একদিন সকাল হবে

মাহ্‌মুদুল হক ফয়েজ


পঞ্চ ইন্দ্রিয়ের মত পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছ,
হতবিহ্বলতায় কিংকর্তব্যবিমূঢ় !
নিশিথ যামিনি ঘোর অন্ধকার
ঘন কুয়াশায় অবগুন্ঠনে ঢাকা।

দিকচি‎‎‎‎‎হ্ণহীন বন্ধু আমার
তোমার সন্মুখে মসজিদ,
ডানে মন্দির, বাঁয়ে গীর্জা
পিছনে স্কুল আড়ে আদালত।
টেলিফোন টাওয়ারের আকাশ ছোঁয়া লাল বাতি,
আকাশে লক্ষ নক্ষত্র শুকতারা
দিগন্ত বিস্তৃত ছায়াপথ
দৃষ্টিহীন তোমার সমস্ত ভূবন।

তবু বন্ধু জেনো, একদিন সকাল হবে-
ঝাউয়ের সুউচ্চ শাখায় ঝলকাবে
একটুকরো সোনালি রোদ্দুর,
মেডিকেল স্কুলের পায়রাগুলো ডানা মেলবে আকাশে।

একদিন সকাল হবে
গীর্জায় অবিরাম বেজে যাবে ঘন্টাধ্বনি
মন্দিরে উলুধ্বনি হবে বাজবে শঙ্খ
মুয়াজ্জিন মসজিদে দিবে সুরেলা আজান।

একদিন সকাল হবে-
শহীদ মিনারের বেদী থেকে দীঘির জলের
কুয়াশার ধোঁয়া ভেঙ্গে কোর্ট চত্বরে
উড়ে যাবে দুটি ছাই রঙ মেঠো চড়ুই।
একদিন সকাল হবে-
অদালতের রায়ে শশীকান্ত ফিরে পাবে পিতৃ ভিটা।
ফুলে ফুলে ভরে যাবে গীতা বৌদির ছেঁড়া আঁচল।

একদিন সকাল হবে-
তোমার আঁখিতারায় ঝিলমিল জ্বলে জ্বলে
হেসে উঠবে রুপালী শিশির।

বন্ধু জেনো-
একদিন সকাল হবে
একদিন সকাল হবে
একদিন সকাল হবে ।


মাহ্‌মুদুল হক ফয়েজ


--Foez 14:32, 28 August 2010 (UTC)