এই মেয়ে
From WikiEducator
এই মেয়ে
মাহমুদুল হক ফয়েজ
এই মেয়ে
তুই ঠোঁট কাটা
তোর ঠোঁটের ’পরে
তিল ।
অন্তরে তোর
গোলাপ কাঁটা
চোখ জুড়ে ঝিল
মিল ।
ও মেয়ে
তোর চোখের কোনে
গোপন চোরা
বালি।
মন জুড়ে
তোর উথাল পাথাল
রাঙ্গা ফুলের
ডালি।
বুক বাঁধা
তোর কষ্ট পাহাড়
অষ্ট প্রহর
জুড়ে,
প্রাণ কাঁদে
তোর গানের সূরে
মেঘ বালিকা
উড়ে।
আড় চোখে
বিষ তীর ছুঁড়ে
তোর চোখের কোনে
নীল।
এই মেয়ে
তুই আগল ভাঙ্গার
পাগল অনা
বিল।
মাহমুদুল হক ফয়েজ