উবুন্টুতে বিভিন্ন সফটওয়্যার নামানো
উবুন্টুতে বিভিন্ন সফটওয়্যার নামানো
উবুন্টু সর্বশেষ সংস্করণ ১০.০৪তে বাংলা পড়তে হলে কোনো সফটওয়্যার নামাতে (ডাউনলোড) হয় না। ইউনিজয় বা প্রভাত লেআউটে লিখতে Szstem\Preferences\IBus Preferences\Input Methods-এ গিয়ে বাংলা ইউনিজয় ও প্রভাত লেআউট নির্বাচন করে Ctrl+Space চাপলেই বাংলা লেখা যাবে। এ ছাড়া এ সংস্করণে বিভিন্ন সফটওয়্যার tarminal-এ গিয়ে লিখুন sudo apt-get install (সফটওয়্যারের নাম)। অর্থাৎ ডিজাইন সফটওয়্যার gimp-এর জন্য লিখুন sudo apt-get install gimp। একইভাবে ক্রোম ওয়েবসাইট দেখার সফটওয়্যারের জন্য chromium, মিউজিক প্লেয়ার vlc, যেকোনো সফটওয়্যার খুঁজতে এবং খুলতে gnome-do, উইন্ডোজের সফটওয়্যারের জন্য wine, আরএসএস ফিডের জন্য liferea, ডেস্কটপ পাবলিশিংয়ের জন্য scribus, ডাউনলোড ম্যানেজার fatrat, ম্যাসেঞ্জার padgin, পিডিএফ এডিটরের জন্য openoffice.org-pdfimport লিখে নামিয়ে নিন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার।