উক্তি-৫

From WikiEducator
Jump to: navigation, search

উক্তি
মাহ্‌মুদুল হক ফয়েজ


ঘর ভেঙ্গে তুমি উঠোনে উঁকি দাও
খুঁজে কি দেখ ভাঙার ক্ষত !



নাইবা হলাম অমি তোমার
নাইবা হ’লে গোপন অভিসার ।
তাই বলে কি
সাত সকালে মেলেই দিবে
সিক্ত শাড়ি সিক্ত ব্রেসিয়ার !!



লাল গগনে তাকিয়ে দেখি
ঝড়ের পুর্বাভাষ,
ডাগর চোখে জমা হ’লো
আমার সর্বনাশ ।



অন্ধকারে খুঁজে ফিরি-
পেতে চাই আমৃত্যু
মুক্তর স্বাদ ।


৫.
কষ্টের জঞ্জালে হৃদয় অভ্যন্তরে
দুর্গন্ধ নাইবা ছড়ালে ।


৬.
বস্তু থেকে চেতনার জন্ম
কারণ থেকে ঘটনা ।


৭.
মিথ্যা ভাবাবেগ আর অদৃশ্যের কাছে নিজেকে
সমর্পন করে সত্যকে খুঁজে পাওয়া যায়না ।
কোমল রোদের পরশে নরম সবুজ পাতা থেকে
ভোরের কুয়াশা ঝরে পড়লে যে সুন্দরটি উথলে উঠে,
সেখানেই তো থাকে সত্য ।
বিকেলের পড়ন্ত রোদে আকাশের যে ছেঁড়া মেঘের শরীর
রক্তিম হয়ে উঠে, সত্যতো ওখানে ।
অমাবস্যার আকাশে যে শত সহস্র তারা নক্ষত্র
রহস্যময়তায় জ্বলতে থাকে, সত্যতো ওখানে ।
সকল সত্য সুন্দরের হৃদয়ের অভ্যন্তরেইতো থাকে পরম ঈশ্বর ।
৯.১১.৮৩


৮.
মৃত্যু এক যন্ত্রনাদায়ক আনন্দ
সেই আনন্দ উপস্থিত হলে
যন্ত্রনাকে স্বগৌরবে বরন করে নাও ।
১.১১.৮৩


৯.
মৃত্যুর পরে কি ?
সেটা ভেবো না ।
জীবনের এই মূহুর্তের পরের মূহুর্ত কি !
সেটাই ভাবো ।
১.১১.৮৩


১০.
ঈশ্বরকে আগে খুঁজতে যেওনা ,
নিজের ভিতর নিজেকে দেখ,
নিজের ভিতর নিজেকে খুঁজ -
তোমার ভিতরের অসীম সুন্দরইতো ঈশ্বর ।
সেই সুন্দর কে দেখ ।
গ্রহন কর ।
১.১১.৮৩


১১.
কষ্টের অনলে জ্বলে প্রণয়ের চিতা !
এক হাতে নিয়েছ হৃদয়
এক হাতে ঘৃনা ।
নিজ হাতে তুলেছ নারী
বেহাগের বীণা ।


১২.
যত তুমি কাঁদিয়াছ
ততধিক কাঁদায়েছ মোরে,
যত তুমি দিয়েছ বিরহ
ততধিক বিরহ ঘিরেছে তোমারে ।।

মাহ্‌মুদুল হক ফয়েজ


--Foez 12:53, 17 September 2010 (UTC)