ইচ্ছে করে
From WikiEducator
ইচ্ছে করে
মাহমুদুল হক ফয়েজ
ইচ্ছে করে বকুল ফুল
গলায় দিয়ে দোদুল দুল
নাচতে আপন মনে।
ঠিক দুপুরে বাঁশের ঝাড়
বাতাস লেগে ঝড়াৎঝাড়
মিষ্টি সুরের সনে।
ইচ্ছে করে অনেক কিছু
বক ঘুঘুদের পিছু পিছু
ঘুরতে সকাল সাঁঝে।
চাঁদের আলোয় হল্লা করে
মাদল বাজাই পরাণ ভরে
শিশির ভেজা সাজে ॥
মাহমুদুল হক ফয়েজ
--Foez 11:58, 17 September 2010 (UTC)