আশা

From WikiEducator
Jump to: navigation, search

আশা


আশা

মাহ্‌মুদুল হক ফয়েজ
Rod nowka.jpg

তুমি ফের উঁচু করে তোল মাথা-
দেখবে কি দারুন কষ্টের প্রহরে
অপেক্ষায় আছে শিশির ভেজা
ফুলের শাবক,
কুয়াশায় ঢেকে আছে স্বপ্নের বাগান ।

তবু তোমাকে হতে হবে খাড়া;
মৃতের ফসিলে বাজে নূপুরের সূর-
এসো ফের গেয়ে যাই
সমবেত জীবনের গান ।
দীর্ঘ কালরাত্রি শেষে
ফিরে তো আসে
এক টুকরো ভোরের
জ্বলজ্বলে উজ্জ্বল
সোনালী রোদ্দুর।।

Foez 13:42, 20 January 2010 (UTC)