আউটসোর্সিং

From WikiEducator
Jump to: navigation, search

আউটসোর্সিং


আউটসোর্সিং

আমি ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজ করতে আগ্রহী। ওডেস্ক ছাড়া কী কী ভালো সাইট আছে, যেগুলোয় কাজ করা যাবে?

আউটসোর্সিং কাজের জন্য ভালো অনলাইন মার্কেটপ্লেস (ওয়েবসাইট) হচ্ছে ওডেস্ক। এ ছাড়া আরও কিছু ভালো আউটসোর্সিং সাইট হচ্ছে:

www.freelancer.com,

www.elance.com,

www.guru.com,

www.vworker.com,

www.getacoder.com

www.freelancer.com


আউটসোর্সিং কাজ করার জন্য কম্পিউটারের কোন কাজগুলোয় বেশি পারদর্শী হওয়া প্রয়োজন?


সাধারণ ই-মেইল আদান-প্রদান, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ইত্যাদি কাজগুলো মোটামুটি জানা থাকলে আপনিও আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন। তবে নির্দিষ্ট বিষয়ের ওপর কাজ শিখে করতে পারলে ভালো আয় করা সম্ভব।

আমি সি প্রোগ্রামিং পারি। এ বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চাই। এটি নিয়ে কাজও করতে চাই। কী করব?


www.freelancer.com

সাইটে সি এবং সি++ প্রোগ্রামের কিছু কাজ পাওয়া যায়, আপনি এগুলোয় আবেদন করতে পারেন। আর যদি অবজেকটিভ-সি শিখতে পারেন, তাহলে প্রায় সব আউটসোর্সিং সাইটে আইফোন বা আইপ্যাডের অ্যাপলিকেশন ও গেম তৈরির কাজ পাবেন, যার চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি।


পরামর্শ দিয়েছেন: ফ্রিল্যান্সার জাকারিয়া চৌধুরী, মামুনুর রশীদ ও আল আমিন চৌধুরী