আইএসও বাডি দিয়ে ছবি ব্যবস্থাপনা
From WikiEducator
আইএসও বাডি দিয়ে ছবি ব্যবস্থাপনা
অনেকেই ছবির ফাইল সিডি/ডিভিডিতে রাখতে পারে না। আবার তৈরি থাকা ছবিকে জনপ্রিয় আইএসও ফরম্যাটে রূপান্তর করার দরকার হয়। এ ধরনের ছবি ফাইল ব্যবস্থাপনা করা যাবে আইএসও বাডি সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটি দিয়ে gi, nrg, cdi, mdf, img, b5i, b6i, dmg, pdi, bin এবং ccd ফরম্যাটের ফাইলগুলোকে ISO ফরম্যাটের কনভার্ট করা যায়। ২ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.dvd-ranger.com বা http://freeandfreeware.blogspot.com থেকে নামানো যাবে।
--Foez 02:31, 25 August 2010 (UTC)