অফিস ২০০৭ ইনস্টল যেভাবে
From WikiEducator
অফিস ২০০৭ ইনস্টল যেভাবে
তারিখ: ০৯-০২-২০১৩
মাইক্রোসফটের অফিস প্যাকেজ সফটওয়্যারের ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস ইত্যাদি প্রোগ্রামে কাজ করতে হলে প্রথমে অফিস সফটওয়্যার কম্পিউটারে ইনস্টলকরে নিতে হয়। অফিস ইনস্টলবা সেটআপ করার পরই এ প্রোগ্রামগুলোয় কাজের পরিবেশ তৈরি হবে।
লেখালেখি থেকে শুরু করে ডিজাইন, গাণিতিক উপস্থাপনা, ডেটাবেইসের কাজসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য অফিস ২০০৭ বেশ জনপ্রিয় সফটওয়্যার। সফটওয়্যার ইনস্টল করতে Setup ফাইল খুঁজে বের করে ডাবল ক্লিক করুন এবং Enter your product key ডায়ালগ বক্সের নিচে Type your 25 character product key-এর নিচে সাদা ঘরে সফটওয়্যারের ওপরে থাকা Serial key লিখুন। এবার Continue বাটনে ক্লিক করুন। Microsoft Office Enterprise-2007 নামের ডায়ালগ বক্সে Installation Option, File Location, User Information নামে তিনটি বাটন আছে, ইচ্ছে করলেই Choose the installation you want ডায়ালগ বক্সে Install Now এবং Customize বাটন আছে। Customize-এ ক্লিক করে কোন কোন প্রোগ্রাম রাখবেন বা বাদ দেবেন, তা নির্ধারণ করা যাবে। এবার Install Now বাটনে ক্লিক করলে একটু সময় নিয়ে Installation Progress ডায়ালগ দেখাবে এবংসফটওয়্যার ইনস্টলহতে থাকবে। Successfully Install বার্তা দেখাবে। এরপর Close বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। এবার Start বাটনে ক্লিক করে দেখুন, প্রোগ্রাম হয়ে মাইক্রোসফট অফিস-২০০৭-এ সব প্রোগ্রাম দেখা যাবে। —কে এম জাকির হোসেন