অনেক কাজের এক সফটওয়্যার

From WikiEducator
Jump to: navigation, search

অনেক কাজের এক সফটওয়্যার

নানা কারণে কম্পিউটারে আমরা নানা রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। এমনই একটি সফটওয়্যার হচ্ছে ‘গ্লারি ইউটিলিটিস’। মাত্র আট মেগাবাইটের এ সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/useful-software-glary-utilities.html ঠিকানা থেকে নামানো যাবে। এর সাহায্যে সব ধরনের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার, রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট, ভুল করে মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার, যেকোনো ব্যক্তিগত ফাইলে গোপন নম্বর দেওয়া, ডুপ্লিকেট ফাইল খোঁজা, খালি ফোল্ডার খোঁজা, যেকোনো প্রোগ্রাম আনইনস্টল করা, র‌্যামের গতি বাড়ানো ইত্যাদি কাজ করা যাবে।


--Foez 05:31, 25 August 2010 (UTC)