অনুবাদ করুন যেকোনো ভাষার ওয়েবসাইট

From WikiEducator
Jump to: navigation, search

অনুবাদ করুন যেকোনো ভাষার ওয়েবসাইট


ইন্টারনেটে বিভিন্ন ভাষার ওয়েবসাইট থাকে। ভাষা ভিন্ন হওয়ায় এসব ওয়েবসাইটের লেখা পড়া যায় না। তবে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি যেকোনো ভাষার ওয়েবসাইট অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে FoxLingo নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস)। অ্যাড-অনসটি https://addons.mozilla.org/en-US/ firefox/addon/2444/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। খেয়াল করুন অ্যাড্রেসবারের নিচে নতুন একটি টুলবার এসেছে। ভিন্ন ভাষার ওয়েবসাইট অনুবাদ করার জন্য টুলবারের Webtrans অপশনে ক্লিক করুন, এখান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে পারবেন। যদি স্প্যানিশ ভাষাকে ইংরেজিতে অনুবাদ করতে চান তাহলে webtrans/spanish/spanish to english নির্বাচন করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন ওয়েবসাইটটি কোন ভাষার, সে ক্ষেত্রে টুলবার থেকে service/language identification/ google language identification অপশনে যান এবং নির্দিষ্ট বক্সে সাইটটির ঠিকানা লিখে translate দিন। এ ছাড়া এই অ্যাড-অনসে রয়েছে অভিধান ব্যবহারের সুবিধা।


--Foez 08:53, 28 August 2010 (UTC)