অনলাইনে বাংলা ফন্ট রূপান্তরের প্রোগ্রাম

From WikiEducator
Jump to: navigation, search

অনলাইনে বাংলা ফন্ট রূপান্তরের প্রোগ্রাম

ইন্টারনেটে যারা বাংলায় লেখালেখি করেন বা ব্লগ লেখেন তাঁদের অনেকেই মাঝে মধ্যে বাংলা ফন্টের সমস্যায় পড়েন। যাঁরা ইউনিকোডে লিখে অভ্যস্ত তাঁরা বিজয়ে লিখতে সমস্যায় পড়ে যান। একইভাবে বিজয়ে অভ্যস্তরা ইউনিকোডে সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধান পাবেন http://converter.banglacomputing.net ঠিকানার ওয়েবসাইটে। এখানে বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে বৈশাখী ইত্যাদি ফন্টে রূপান্তর করার সুবিধা আছে। ইউনিকোড বা বিজয় ফন্টের কোনো লেখা এখানে কপি এবং পেস্ট করে কাঙ্ক্ষিত ফন্টে রূপান্তর করা যাবে। এ রকম আরও একটি সাইট হলো http://banglaconverter.com। এখানে বাংলা ফন্ট কনভার্টার ছাড়াও পিডিএফ ফাইলকে ডকুমেন্ট ফন্টে রূপান্তর করার সুবিধা রয়েছে।

সাজিদুল হক