User:Sjouk/see my presentation

From WikiEducator
Jump to: navigation, search

প্রাকৃতিক গুণাবালী সমৃদ্ধ হারবাল চা উৎপাদন ও বিপণন প্রকল্প

উৎপত্তি স্থানঃ রঘুনাথপুর, রওশনবাগ, গাইবান্ধা

Project Staff display Harbel Tea in Agriculture Fair-2.jpg

উপস্থাপনকারী মোঃ বজলুর রহমান সমাজ জাগরন ও উন্নয়ন কেন্দ্র প্রফেসর কলোনী, গাইবান্ধা মোবাইল নম্বরঃ ০১৭১২-২১৯৫০৬ ইমেইলঃ bajlurrahman@yahoo.com


আবিস্কারকের নামঃ মিসেস হেলেন রহমান । তিনি প্রায় ১২ বছর গবেষণা করে এই চা আবিস্কার করেছেন।

পরিচিতিঃ দীঘ ৩২ বছর বিভিন্ন দেশী-বিদেশী সংস্থায় উন্নয়নকমী ও গবেষক হিসাবে তিনি কমরত ছিলেন। বতমানে তিনি নিবাহী পরিচালক হিসেবে সমাজ জাগরন ও উন্নয়ন কেন্দে দায়িত্ব পালন করে আসছেন ।

মূল বিষয়বস্তুঃ

ডায়াবেটিস রোগীদের হারবাল চা পানে অভ্যস্ত করার পাশপাশি স্বাভাবিক চা পানে অভ্যস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রোগের হাত হতে রক্ষাথে এই চা পানে অভ্যস্ত করা ।

গুণাগুণঃ

  • উচ্চ রক্তচাপ ও ডায়াবটিস নিয়ন্ত্রনে হারবাল চা অধিক উপযোগী
  • হারবাল চা দাতেঁর ক্ষয় রোধ হতে রক্ষা করে
  • হারবাল চা পান করলে দাঁত উজ্জল ও মজবুদ হয়। পাশাপাশি দাতেঁর কমক্ষমতা সৃষ্টি করে
  • মূখের গন্ধ দুরীকরণে হারবাল চা অতুলনীয়। সদি, কাঁশি ও এ্যাজমা নিরাময়ে হারবাল চা খুবই উপযোগী
  • হারবাল চা পান করলে শরীর ও মন সবদা সতেজ থাকে
  • বদহজম ও বদহজমজনিত ব্যাথা নিরাময়ে ভূমিকা রাখে
  • হারবাল চা খালি পেটে খেলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে

প্রস্তুতি ও ব্যবহার পদ্ধতিঃ

  • ৮২% তুলসী পাতার গুঁড়া, এর সংগে ড্রাই মাসরুম ৩%, লং ৩%, তেজপাতার
  • গুঁড়া ৮%, আদার গুঁড়া ৩% .২৫% সল্ট একত্র মিশিয়ে এই চা প্রস্তুত করা হয়।
  • ১ চামুচ হারবাল চা ৮-১০ মিনিট পানিতে ফুটিয়ে এর সংগে চিনি মিশিয়ে ২ কাপ চা বানানো যায়।