See my Presentation

From WikiEducator
Jump to: navigation, search

পরিচিতি

রওশন আরা

আরবান পল্লীতথ্য কেন্দ্র

কলেজ রোড, রাজপাড়া

পূবর্ধলা, নেত্রকোনা-২৪১০

মোবাইল: ০১৭১৮-০২৮০৩১

ইমেইল: roushan3777@yahoo.com munniroushan@gmail.com

বিষয়বস্তু:

  • নিম একটি ঔষধি গাছ
  • এর বৈজ্ঞানিক নাম আজাযাডিরাছতা ইনডিকা
  • নিম গাছ ৩০-৫০ ফুট উচ্চতা বিশিষ্ট
  • এর পাতা ছোট ছোট
  • বিচি গুলো আঙ্গুলের মত
  • নিম পাতা তেতো

গুণাগুন

  1. নিমপাতা এক প্রকার কীটনাশক
  2. নিমের শিকড় ও বীচ কৃমিনাশক
  3. চর্মরোগ নিরাময়ে নিমপাতার গুনাগুন অপরসীম
  4. নিমপাতার রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
  5. নিমের মাজন দাতের ব্যথা দূর করে
  6. নিম কাঠের তৈরি খাটে শয়ন করল বাতের ব্যথা দূর হয়
  7. নিমপাতা, শাক হিসাবে খাওয়া যায়
  8. অন্যান্য উদ্ভিদের তুলনায় নিমগাছ বেশ অক্সিজেন ত্যাগ করে

পদ্ধতি ও ব্যবহার পদ্ধতি

  • নিমের পাতা শুকিয়ে গুড়া করে সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি কীটনাশক হিসাবে গাছে স্প্রে করলে গাছ পোকামাকড় থেকে রক্ষা পায়।নিমের কাচা পাতা পানিতে ৩-৪ ঘন্টা সিদ্ধ করে পানি ঠান্ডা করে গাছে স্প্রে করলে পোকামাকড় থেকে হাছ রক্ষা পায়।
  • নিমের শিকড় বেটে রস করে সকালে খালি পেটে খেলে কৃমি রোধ হয় এবঙ সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কৃমি রোধ হয়।
  • নিমের চিকন ডাল দাতের মাজন হিসাবে ব্যবহার করলে দাত ব্যথা ভালো হয়।
  • নিমপাতা বেটে শরীরে মাখলে চর্মরোগ(খোস-পাচড়া) ভারো হয় এবং শরীরের উজ্জ্বলতা র্বদ্ধিতে সহায়তা করে।