সহজেই ইউএসবি ডিক্স ফরম্যাট

From WikiEducator
Jump to: navigation, search

সহজেই ইউএসবি ডিক্স ফরম্যাট


বিভিন্ন কারণে ইউএসবি ডিক্স (ফ্লাশ ডিক্স) ফরম্যাট করার প্রয়োজন পড়ে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারণে ইউএসবি ডিক্স ফরম্যাট হয় না। এমনকি উইন্ডোজের ডিক্স ম্যানেজমেন্ট বা ডস থেকেও ফরম্যাট করা যায় না। তবে ‘এইচপি ইউএসবি ডিক্স স্টোরেজ ফরম্যাট টুল’ দিয়ে ইউএসবি ডিক্স ফরম্যাট করা সহজ হয়ে যায়। এই টুল দ্বারা ইউএসবি ডিক্সকে ডস স্টার্টআপ ডিক্সও বানানো যাবে। সফটওয়্যারটি http://freeandfreeware.blogspot.com/2010/08/hp-usb-disk-storage-format-tool.html থেকে নামিয়ে ইনস্টল করে ব্যবহার করা যাবে।


--Foez 23:14, 24 August 2010 (UTC)