ফাইল খোঁজার সুবিধা ফিরিয়ে আনুন

From WikiEducator
Jump to: navigation, search


ফাইল খোঁজার সুবিধা ফিরিয়ে আনুন

কম্পিউটার ভাইরাসের কারণে অনেক সময় উইন্ডোজের স্টার্ট মেনু থেকে ফাইলবা ফোল্ডার খোঁজার (সার্চ) সুবিধা অদৃশ্য হয়ে যায়। তখন ফোল্ডারের কিছু খোঁজার অপশনটিও নিষ্ক্রিয় হয়ে যায়। এ রকম হলে Start/run-এ গিয়ে REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer /v NoFind /t REG_DWORD /d 0 /f লিখে এন্টার চাপুন। এখন কম্পিউটার রি-স্টার্ট দিন। তাহলেই আগের মতো সার্চ অপশন ফিরে আসবে।


--Foez 23:26, 24 August 2010 (UTC)