প্রত্যাশা

From WikiEducator
Jump to: navigation, search

প্রত্যাশা

Sunrize.jpg

প্রত্যাশা

মাহ্‌মুদুল হক ফয়েজ

আঁধার তুমি কোথায় লুকাবে মুখ ?
একটু পরেই ফুটবে চাঁদের আলো,
পেঁচক বলে, ‌আঁধারেই আছে সুখ,
যেমন আছি তেমনইতো ছিলো ভালো |

ওঁত পেতে থাক সারাটা বিশ্ব জুড়ে
ভেজালেরা এসে মিশে যায় কালো দেহে ।
কীটের দেবতা বাসা বাঁধে মাটি খুঁড়ে
সূর্য উঠবে আঁধারের মাটি খেয়ে ।

আঁধার তুমি কোথায় লুকাবে মুখ
একটু পরেই ঘুচবে কাল দুখ্ ।

Foez 13:42, 20 January 2010 (UTC)