পিডিএফ ফাইল রাখুন নিরাপদে

From WikiEducator
Jump to: navigation, search


পিডিএফ ফাইল রাখুন নিরাপদে



পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) কাজের জন্য বেশ জনপ্রিয়। যেকোনো ধরনের ডকুমেন্টকে পিডিএফে রূপান্তর করা এবং খোলা যায়। অন্যান্য ডকুমেন্টের মতো পিডিএফ ফাইলে পাসওয়ার্ড দেওয়া যায়, যাতে খোলা না যায়। তাছাড়া খোলার ব্যবস্থা রেখে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থাও করা যায়। ইচ্ছে করলে আপনার পিডিএফ ফাইলটি কেউ প্রিন্ট করতে পারবে না বা প্রিন্ট করতে পারবে কিন্তু কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা কপি করতে পারবে না। এমনটি ফটোশপ বা অন্যান্য সফটওয়্যারেও পাসওয়ার্ড ব্যতীত খুলতে পারবে না। এ জন্য পিডিএফ ফাইলটি যেকোনো এডোবি এক্রোবেটে খুলুন। এবার Document মেনু থেকে Security>Restrict Opening and Editing-এ ক্লিক করুন, তাহলে Password Security-Seeting আসবে। এখন ফাইলটি খোলার ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে চাইলে Require a password to open the document চেকবক্স চেক করে Document Open Password-এ পাসওয়ার্ড দিন। আর অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা দিতে চাইলে Use a password to restrict printing and editing of the document and its security settings চেকবক্স চেক করে Permissions Password-এ পাসওয়ার্ড দিয়ে Printing Allowed এবং Changes Allowed দরকারমতো নির্বাচন করে Ok করুন এবং ডকুমেন্টটি সংরক্ষণ করুন।


--Foez 11:56, 24 August 2010 (UTC)