পছন্দের প্রোগ্রাম থাকবে সবচেয়ে ওপরে

From WikiEducator
Jump to: navigation, search

পছন্দের প্রোগ্রাম থাকবে সবচেয়ে ওপরে

যেসব প্রোগ্রামে ‘Always on Top’ সুবিধা নেই, সেগুলোকে অন্যান্য প্রোগ্রামের ওপরে রাখা যায় না। ডেক্সপিনস সফটওয়্যার দ্বারা এই সুবিধা পাওয়া যায়। সফটওয়্যারটি www.snapfiles.com/get/deskpins.html থেকে নামিয়ে (ডাউনলোড) করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করলে সিস্টেমট্রেতে একটি পিনের আইকন আসবে। এই আইকনে ক্লিক করলে মাউস পয়েন্টারটি পিন হবে, এখন যে সক্রিয় প্রোগ্রামের টাইটেলবারে পিনটি দ্বারা ক্লিক করবেন, সেই প্রোগ্রামটি পিনআপ হবে এবং ‘Always on Top’ হিসেবে ব্যবহূত হবে। ‘Always on Top’ বাদ দিতে চাইলে টাইটেলবারের লাল পিনের ওপর ক্লিক করুন।

--Foez 12:04, 25 August 2010 (UTC)