নিরাপদে রাখুন পেনড্রাইভের ফাইল

From WikiEducator
Jump to: navigation, search



নিরাপদে রাখুন পেনড্রাইভের ফাইল


অনেক সময় বিভিন্ন কারণে পেনড্রাইভে থাকা ফাইল বেশি নিরাপদভাবে সংরক্ষণ করতে হয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে ফাইল লুকিয়ে রাখার দরকার পড়ে। ইচ্ছা করলে আপনি পেনড্রাইভে রাখা সব ফাইল সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) দিয়ে রাখতে পারেন।ফলে আপনার অজান্তে পেনড্রাইভের সংরক্ষিত ফাইল কেউ খুলতে পারবে না। এই কাজের জন্য আপনার লাগবে ‘ফোল্ডার প্রটেক্টর’ নামের একটি সফটওয়্যার। সফটওয়্যারটি http://bit.ly/toYppM ঠিকানা থেকে নামিয়ে নিন। মাত্র ৮৯৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল), ইনস্টলকরতে হবে না। এখন সফটওয়্যারটি আপনার পেনড্রাইভে কপি করে নিয়ে যান। যেসব ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখতে চান, সেগুলো পেনড্রাইভে কপি করুন। এরপর পেনড্রাইভ থেকে ফোল্ডার প্রটেক্টর সফটওয়্যারটি চালু করে Password লেখা বক্সে আপনি নিজের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিন।রি-এন্টার বক্সে আবার পাসওয়ার্ডটি লিখুন। সব শেষে Protect-এ ক্লিক করুন। এখন দেখুন আপনার পেনড্রাইভে থাকা সব ফাইল পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত হয়েছে। শুধু আপনার দেওয়া পাসওয়ার্ডটি লিখেফাইলগুলো খোলা যাবে।

ফাইলগুলো খুলতে পেনড্রাইভ থেকে ফোল্ডার প্রটেক্টর সফটওয়্যারটি চালু করুন। এরপর নির্ধারিত বক্সে আপনার পাসওয়ার্ড লিখতে হবে। যদি পাসওয়ার্ড বহাল রাখতে চান তাহলে Temporary অপশন নির্বাচন করুন, আর যদি ফাইল/ফোল্ডারগুলো পাসওয়ার্ডের আওতামুক্ত রাখতে চান, তাহলে Complete অপশন নির্বাচন করুন এবং Unprotect অপশনে ক্লিক করুন। —খালেদ মাহমুদ খান