তিরিশে ভাদ্র

From WikiEducator
Jump to: navigation, search

'তিরিশে ভাদ্র'
মাহ্‌মুদুল হক ফয়েজ


আজ কোন ফুল পরবে খোঁপায়
কোন শাড়ি জড়াবে শরীরে !
আজ কোন সঙ্গিত গাইবে তুমি
ডাগর চোখ তুলে
কারপানে তাকাবে বারম্বার ।

জ্যোৎস্নারা জড়িয়ে পড়ে শাপলার নরম পাতায়
মাঝে মাঝে চাঁদ উঠে মাঝে মাঝে মেঘ ।
এই নরম হিমেল আভিনিবেশ
আজ এই দিনে তোমার কোন আভিসার ।

আজ তোমার জন্য শুধু
তোমার জন্য রেখেছি দু’ঠোট
এসো কাছে এসো
এইখানে এই নরম পাতায় ।

আজ হৃদয় জড়াবে কোথায়
এই ভাদ্রের তিরিশের দিনে !!


--Foez 08:19, 15 September 2010 (UTC)