ডিফ্রাগমেন্ট করুন সহজে

From WikiEducator
Jump to: navigation, search


ডিফ্রাগমেন্ট করুন সহজে


কম্পিউটারের হার্ডডিক্স ডিফ্রাগমেন্ট করার জন্য উইন্ডোজের সঙ্গে মাইক্রোসফটের নিজস্ব টুলস আছে। এ ছাড়া বিভিন্ন টুলস দ্বারা ডিক্স ডিফ্রাগমেন্ট করা যায়। এমনই একটি ডিফ্রাগমেন্টেশন টুলস হচ্ছে ডিক্স স্পিডআপ। ফ্রিওয়্যার এই সফটওয়্যার দ্বারা অটো ডিফ্রাগ, শিডিউল ডিফ্রাগ, অপটিমাইজ, অ্যানালাইজ করা যাবে। এ ছাড়া ডিফ্রাগমেন্টের পরে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধের সুবিধাও আছে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একসঙ্গে সব ড্রাইভ ডিফ্রাগমেন্ট করা যায়। দুই মেগাবাইটের এই সফটওয়্যারটি www.glarysoft.com থেকে নামানো যাবে।


--Foez 13:52, 24 August 2010 (UTC)