গুগুলে একাউন্ট করে আয়

From WikiEducator
Jump to: navigation, search

গুগুলে একাউন্ট করে আয়

অ. কি করবেন আর কি করবেন না

ই. যারা অনলাইনে আয় করতে চান, তাদের কাছে অত্যন- পরিচিত একটি নাম হল গুগল অ্যাডসেন্স। অনলাইন বিজ্ঞাপনে তাদের মতো সাফল্য আর কেউ পায়নি। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন বিজ্ঞাপনদাতা এই সংস'া নিজেরা শত কোটিপতি হওয়ার পাশাপাশি কোটিপতি হওয়ার সুযোগ করে দিয়েছে অনেককেই। দেশে বর্তমানে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা পদ্ধতি পিটিসি বা তথাকথিত ক্লিক করে মেধা, সময় আর সম্মান নষ্ট না করে খুব সহজেই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বৈধভাবে অনলাইনে আয় করাই উত্তম হবে। গুগল অ্যাডসেন্সে কি করবেন আর কি করবেন না তার বিস-ারিত লিখেছেন, এম. মিজানুর রহমান সোহেল এ সংখ্যায় লেখাটির প্রথম কিসি- প্রকাশ করা হলো।


ঈ. গুগল অ্যাডসেন্সের সুবিধাসমূহ

উ. কিভাবে বিনিয়োগকারীরা নিশ্চিত থাকেন, তাদের বিজ্ঞাপনটুকু সঠিক ও আগ্রহী ক্রেতার কাছে পৌঁছবে? উত্তরটুকু এখানেই। সঠিক ও আগ্রহী ক্রেতা। সাধারণ ব্যবস'ায়, ব্যবসায়ীরা তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকেন সংবাদপত্রে, রেডিও, টিভি বা বিলবোর্ডে। এতে ব্যাপার যেটা হয়- তাদের আসলে খরচ করতে হয় প্রত্যেক বিজ্ঞাপন দর্শকের জন্য। তারা কয়েক লাখ বা কয়েক কোটি দর্শককে বিজ্ঞাপন দেখানোর জন্য টাকা খরচ করেন। কিন' এদের মধ্যে নির্দিষ্ট পণ্যের জন্য আগ্রহী ক্রেতা হয় সামান্যই। যার ফলে বাকিদের জন্য ব্যাপারটা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই একটা ব্যাপার। একজন মধ্যবিত্ত কেরানি অথবা সরকারে চাকুরে অভিজাত বাড়ি অথবা বিলাসবহুল গাড়ি কেনার ব্যাপারে আগ্রহী হবেন না। অথচ বাড়ি বিক্রেতা অথবা গাড়ি বিক্রেতা তাদেরও বিজ্ঞাপনের দর্শক করতে বাধ্য হচ্ছেন। যার ফলে বিপুল পরিমাণ টাকা খরচ করছেন তারা। অথচ আগ্রহী ক্রেতা নির্দিষ্ট একটি গণ্ডিরই। এবার চিন-া করুন এমন একটি বিজ্ঞাপন ব্যবস'ার কথা, যেখানে পণ্যের বিজ্ঞাপন শুধু তাদের কাছেই পৌঁছায়, যারা আগ্রহী, আগ্রহী হতে পারেন অথবা যারা সেই পণ্য কেনার ক্ষমতা রাখেন। এখানে কয়েক লাখ বা কয়েক কোটি দর্শকের বদলে দর্শক মাত্র হাজার বা লাখের কোটায়। অথচ এই প্রত্যেক দর্শকই সেই পণ্যের ব্যাপারে আগ্রহী অথবা ভবিষ্যতে আগ্রহী হবেন অথবা কেনার ক্ষমতা রাখেন। ফলাফল অত্যন- কম খরচে, বিশাল পরিমাণ সঠিক ও আগ্রহী দর্শকের কাছে পৌঁছানো। আপনার কি ওয়েবসাইট আছে? আপনার কি একটি ওয়েবসাইট বা ব্লগ আছে? যেটা কিনা ভীষণ জনপ্রিয়? প্রতি মাসে লাখ লাখ না হোক হাজার হাজার ভিজিটর পান আপনি? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি আয় করতে পারেন গুগলের কাছ থেকে। গুগল তার বিজ্ঞাপন রাখবে আপনার সাইটে। দর্শক আসবে, দেখবে, আগ্রহী হবে। বিজ্ঞাপন হতে পারে কোন বাস-ব পণ্যের অথবা কোন বিশেষ সফটওয়্যার অথবা কোন সার্ভিসের। তারা বিজ্ঞাপনে আগ্রহী হয়ে পণ্য ক্রয় করবে। ব্যবসায়ী লাভবান হবেন। গুগল বিজ্ঞাপনের জন্য পয়সা পাবে। তার একটা ভাগ পাবেন আপনি। এর পরিমাণ কত হতে পারে তার কোন সীমা নেই। অনেকেই আছেন, যারা গুগল থেকে প্রতি মাসে কয়েক লাখ ডলারের পে চেক পেয়ে থাকেন। তাদের মধ্যে একজন হতে পারেন আপনিও। আগে শুরু তো করুন। হাজার মাইলব্যাপী ভ্রমণের শুরুটা প্রথম পদক্ষেপ থেকেই। কিভাবে গুগল তার নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছায়? এটা জানার দরকার নেই মনে হলেও জেনে রাখলে কাজে দেবে। আপনি একটি ব্লগের অধিকারী। তাতে আপনি টেকনোলজি নিয়ে লেখালেখি করেন। হতে পারে কম্পিউটার অথবা যোগাযোগ প্রযুক্তি অথবা বিলাস প্রযুক্তি। ধরে নিন, আপনি কোন বিশেষ ব্র্যান্ডের প্রসেসর অথবা মাদারবোর্ড সম্পর্কে বিস-ারিত তথ্যসহ সুযোগ-সুবিধা নিয়ে একটি ব্লগ লিখলেন। গুগল এতে সেই ব্র্যান্ডের মেইন বোর্ডের বিজ্ঞাপন দেবে। মাদারবোর্ডে আগ্রহী দর্শক লেখাটি পড়ার জন্য আসবেন, লেখাটি পড়ে ব্র্যান্ড সম্পর্কে আগ্রহী হবেন, তখন তার চোখে পড়বে বিজ্ঞাপনটি। যেটা কিনা কোন অনলাইন স্টোরের যারা ওই মাদার বোর্ডটি সেল করছে অথবা বিজ্ঞাপনটি খোদ ব্র্যান্ড কোম্পানি থেকেই দেয়া, যারা আবার অনলাইনে পণ্য বিক্রয় করে থাকে। ফলাফল? কোম্পানি পেল একজন ক্রেতা অথবা সম্ভাব্য ক্রেতা। গুগল পেল তার পয়সা, আপনি পেলেন আপনার পয়সা। হাজার মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে দশটি ক্রেতা পাওয়ার থেকে ১০০ জন মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে ১০ জন ক্রেতা পাওয়া কি লাভজনক নয়? গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি এখন আগ্রহী। চিন-া করছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। চলে যান িি.িধফংবহংব.মড়ড়মষব.পড়স-এ। অ্যাকাউন্ট খোলার সময় তারা আপনার সাইট/ব্লগটির ঠিকানা নেবে রিভিউ করার জন্য। রিভিউ করে যদি তাদের মনে হয় এতে বিজ্ঞাপন দিলে লাভজনক হবে, তবেই তারা আপনার অ্যাকাউন্ট অ্যাকটিভ করবে। নয়তো লাভ নেই। তারা সাইট রিভিউ করে কনটেন্ট ও অনেক কিছুর ওপরে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা এখন অনেক কঠিন। আজ আপনাদের এই কঠিন কাজটি সহজভাবে করার পথ বাতলে দেব। আগে একটি ওয়েবসাইট খুলুন একটি ওয়েবসাইট খুলুন। যেখানে এমন কনটেন্ট রাখতে হবে যেগুলো কিনা ইন্টারনেট ভিজিটরদের আকর্ষণ করবে সাইটে আসতে। সেই কনটেন্টগুলো হতে হবে অরিজিনাল। অর্থাৎ আপনি এর সাইট থেকে এটা, তার সাইট থেকে সেটা নিয়ে নিজের সাইট বানালে তাতে ভিজিটররা অনেকে বোকা বনতে পারে, কিন' গুগল আপনাকে বাতিল করে দেবে। যদি তথ্য রাখেন সাইটে তবে সেগুলো যেন হয় সত্যিকারের তথ্য এবং কাজের। সেগুলো সরাসরি কারও কাছ থেকে কপি করা হওয়া চলবে না। দরকার হলে যে বিষয়ে তথ্য দিতে চান, সে বিষয়ে অন্য সাইটগুলো ঘেটে তথ্য জোগাড় করে নিজেই লিখে ফেলুন। সব সময় চেষ্টা করতে হবে লেখার মধ্যে যেন নিজস্বতা থাকে। এর পাশাপাশি তথ্যগুলো যদি নিয়মিত আপডেট করা যায় তবে সেগুলো বেশি নজর কাড়বে। গুগলের গ্রহণযোগ্যতা পেতে হলে গুগলের গ্রহণযোগ্যতা পেতে হলে আপনার সাইটে কমপক্ষে ৩০টি বা ক্ষেত্র বিশেষে এরও বেশি তথ্যবহুল পেজ থাকতে হবে। এভাবে যখন একটি সাইট দাঁড়িয়ে গেল এবং কিছু কিছু ভিজিটর পেতে শুরু করলেন, তখন গুগলের কাছে একাউন্টের জন্য আবেদন করুন। তবে যদি সাইট নতুন হয়, পেজ কম থাকে, ভিজিটর নেই বললেই চলে, এমন অবস'া হয় তবে সেক্ষেত্রে চেষ্টা না করাই ভালো। কারণ একবার বাতিল হলে পরে সুযোগ পাওয়া কঠিন। তাহলে উপায় কি? িি.িনষড়মমবৎ.পড়স থেকে একটি অ্যাকাউন্ট খুলুন। কেন ব্লগার? প্রথম কারণ আপনার একটা সহজ ব্লগ সিস্টেম দরকার আর িি.িনষড়মমবৎ.পড়স-এ ব্লগ তৈরি করা খুবই সহজ। দ্বিতীয় কারণ এই ব্লগ সিস্টেমটি গুগলের নিজস্ব সিস্টেম। ফলে এর গ্রহণযোগ্যতা বেশি অন্য ব্লগ সাইটের তুলনায়। তৃতীয় কারণ এটি ফ্রি। গুগলের অ্যাকাউন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কেনা ডোমেইন থেকে ফ্রি ডোমেইন অনেক বেশি উপযোগী যার মূল কারণ হল গুগল সবই মনে রাখে। কোন কারণে সমস্যা হলে নিজস্ব ডোমেইন পুরো বাতিল, কারণ সেটা আর গুগলের সঙ্গে ব্যবহার করা যাবে না। সুতরাং িি.িনষড়মমবৎ.পড়স থেকে ব্লগ অ্যাকাউন্ট খুলে ফেলুন। ব্লগ তৈরি করুন। কোন একটা বিষয়ে, যে কোন বিষয় যেটা আপনি ভালো জানেন, ভালোবাসেন আর মানুষ পড়তে পছন্দ করেন, এ রকম বিষয়ে লিখুন। নিজের মতো করে। দরকার হলে অন্য সাইট থেকে তথ্য নিতে পারেন, কিন' সতর্ক থাকতে হবে সেগুলো যেন সরাসরি কপি করা না হয়। একটা বাক্যকে বেশ কয়েকভাবেই লেখা যায়। তাই চেষ্টা করুন বাইরের তথ্যগুলোকে নতুনভাবে সাজিয়ে উপস'াপন করতে। সেই বিষয়ের ওপর কয়েক দিন নিয়মিত লেখা পোস্ট করুন। দু’দিন বা তিন দিন পরপর। এভাবে সপ্তাহ দুই পার করার পর আপনি গুগলের কাছে অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন। সাইটের ঠিকানা হিসেবে ব্লগের ঠিকানা দিতে পারেন। ব্লগ তৈরির সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সব থেকে বেশি তা হল এর নাম। অর্থাৎ (আপনার দেয়া নাম.নষড়মংঢ়ড়ঃপড়স) এটা হবে আপনার ব্লগ ঠিকানা। চেষ্টা করুন আপনার ব্লগের বিষয়বস'কে একটি-দুটি শব্দ ব্যবহার করে ঠিকানার সঙ্গে জুড়ে দিতে। এটা বেশ কাজে আসবে। তবে অ্যাকাউন্ট পেতে সব সময় নজর রাখতে হবে কনটেন্টের মানের ওপরে। কারণ গুগল সব সময়ই ঘোষণা দিয়ে আসছে তারা কোয়ানটিটি নয় বরং কোয়ালিটির ওপর বেশি নজর দেয়। [আগামী সংখ্যায় সমাপ্য]