গুগল মানচিত্রে সংক্ষিপ্ত ঠিকানা

From WikiEducator
Jump to: navigation, search

গুগল মানচিত্রে সংক্ষিপ্ত ঠিকানা

দেশ বা বিদেশের কোনো ঠিকানা খুঁজে বের করতে গুগল মানচিত্র ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সাধারণত গুগল মানচিত্রে কোনো অবস্থান চিহ্নিত করে বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়। তবে এই ধরনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়, যার ফলে স্বভাবতই লিংকগুলোর আকার বড় হয়ে থাকে। আর এত বড় আকারের এই লিংকগুলো টুইটার বা ওয়েবসাইটে ব্যবহার করা বেশ অসুবিধার। এই ধরনের অসুবিধা থেকে মুক্তি পেতে গুগল মানচিত্র ল্যাবস্ সম্প্রতি বিশেষ একটি বৈশিষ্ট্য সংযোজন করেছে। “short URLs” নামের এই ল্যাবস ফাংশনটি ব্যবহার করে বড় আকারের লিংকগুলো সংক্ষিপ্তভাবে ব্যবহার করা যাবে। http://maps.google.com ওয়েব ঠিকানা থেকে গুগল মানচিত্র চালু করার পর ওপরের ডান পাশে ল্যাবস চালু করার জন্য সবুজ রঙের একটি আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই গুগল ম্যাপসের জন্য ল্যাবস ফাংশনগুলো দেখা যাবে। যেখান থেকে “short URLs” নামের ফাংশনটি চালু করে দিতে হবে। এর পর থেকে কোনো ম্যাপের লিংক তৈরি করার জন্য Link বাটনটি চাপলে স্বয়ংক্রিয়ভাবে এ ঠিকানাটি সংক্ষিপ্ত আকারে দেখাবে। ওয়েবসাইটের ঠিকানা সংক্ষিপ্তভাবে দেখানোর জন্য গুগলের ওয়েব লিংক সংক্ষিপ্ত করার সেবাটি ব্যবহার করা হচ্ছে ফলে সংক্ষিপ্ত ঠিকানাটি হবে http://goo.gl/maps এরপর কয়েকটি সংখ্যা এবং অক্ষর ব্যবহার করে মূল লিংকটি খুঁজে পেতে “Link” বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে Copy Link অপশনটি ব্যবহার করতে হবে।


--Foez 03:50, 25 August 2010 (UTC)