ক্ষুধার্ত

From WikiEducator
Jump to: navigation, search


ক্ষুধার্ত
মাহ্‌মুদুল হক ফয়েজ

আমার প্রতিবেশী বড়বাবুর
পোষা কুকুর ক্ষিধায় কুঁকড়ে উঠে ।
বড়বাবু বিচলিত হয়
মাংসের টুকরো নিয়ে বড়বাবু ছুটে যান,
ভাতের থালা নিয়ে বাবুগিন্নি ছুটে যান,
বাড়ি ভরা মানুষ হা হা করে উঠে
কুকুরটা ক্ষুধায় কুকরে কুকরে উঠে ।

রাস্তার উপর একটা জীব
ক্ষিধায় কুকড়ে কুকড়ে উঠে
জীবটা আবিকল মানুষের মত
মুখটা আবিকল মানুষের মত
ক্ষিধায় ন্যুজ হয়ে আছে
দৃষ্টিটা আবিকল মানুষের মত ।
ক্ষুধার্ত জীবটার কাছে কেউ
মাংসের টুকরো নিয়ে ছুটে যায় না ।
ক্ষুধার্ত জীবটার কাছে
ভাতের থালা নিয়ে কেউ ছুটে যায় না,
চারদিকের কোন মানুষ
হা হা করে উঠেনা ।



--Foez 18:09, 14 September 2010 (UTC)