কালু মস্তান

From WikiEducator
Jump to: navigation, search

কালু মস্তান

মাহমুদুল হক ফয়েজ



গাড়ী থেকে নামলেন
কালু মস্তান,
মৃদু হেসে মৃদু কেশে
হাত কচলান।

জননেতা প্রতিনিধি
প্রিয় চেয়ারম্যান,
তাঁর কাছে ঘেঁষে তিনি
করে ঘ্যান ঘ্যান।

ওসি ডিসি এমপি’র
পদধূলি নেন,
তরতাজা ভাজা মাছ
সব কামালেন।

মোটা হাত মোটা ঘাড়
মোটা পেট কান,
ধাক্কা ও ধিক্কারে
পড়েনাকো টান।

খুব দিনকাল তার
প্রেম অঙ্গন,
রোগে শোকে বউ মরে
খায় বেনসন।

এটা ঘাঁটে ওটা ঘাঁটে
ঘেঁটে ঘুঁটে খান,
তবলায় টোকা মেরে
আরো ধরে গান।



খুব কষে চেপে ধরে
গদি কয় খান,
নড়ে চড়ে পড়ে নাকো
যদি মারো টান।

রেগে মেগে কেউ এসে
যদি চপকান,
ফেউ আছে ভেউ আছে
আছে দারওয়ান।

কচি কচি আম পেড়ে
কুচি কুচি খান,
খেয়ে দেয়ে মুখে দেন
এক খিলি পান।

টাই পরে স্যুট পরে
পরে শেরওয়ান,
শীতে কভু গায়ে দেন
ভারী আলোয়ান।

তাল খান মাল খান
খেয়ে গায় গান,
লাল কালো ফোঁটা দেখে
চোখ কচ্লান।

হেঁটে যান ছুটে যান
করে আনচান্,
আমাদের শহরের
কালু মস্তান



--Foez 18:20, 16 September 2010 (UTC)