কালমেঘ্যা

From WikiEducator
Jump to: navigation, search

'কালমেঘ্যা'


Kalomegha17.jpg



কালমেঘ্যা

মাহমুদুল হক ফয়েজ


উদ্ভিদের নাম: কালমেঘ্যা Kalomegha

স্থানীয় নাম : কালমেঘ্যা

বৈজ্ঞানিক নাম : Andrographis paniculata Nees

ফ্যমিলিঃ- Acanthaceae

পরিচিতি: এই উদ্ভিদটি রাস্তার পাশে, জঙ্গলের মধ্যে জন্মে থাকে। এই গাছটি বেশি লম্বা হয় না। এই গাছটি ২-৩ ফুট লম্বা হয়ে থাকে। এটি বর্ষা কালে হয়ে থাকে।

ব্যবহার্য অংশ: এই উদ্ভিদের পাতা ব্যবহার হয়।


ঔষধি গুনাগুনঃ- পেটের গুড়া কৃমি, রাতের জ্বর, পুরাতন জ্বর, পেটের যন্ত্রনা, মাথার যন্ত্রনা ইত্যাদি রোগে ঔষধি গুনাগুন রয়েছে।

বড়ি প্রস্তুত প্রনালী: এই উদ্ভিদের পাতা প্রথমে গাছ থেকে সংগ্রহ করে পরিষ্কার পানিতে ভাল করে ধুয়ে নিতে হবে। এই উদ্ভিদের পাতা পরিষ্কার শিলে ভাল করে পিশতে হবে এবং মন্ড তৈরি করতে হবে। এর পর এই মন্ড দিয়ে ছোট ছোট বড়ি তৈরি করতে হবে। বড়ি তৈরি করার পর এই বড়ি রোদে ভাল করে শুকাতে হবে এবং পরিষ্কার পাত্রে সংরক্ষন করতে হবে।



পেটের গুড়া কৃমি: কালমেঘ্যা থেকে প্রস্তুত কৃত বড়ি প্রতিদিন সকালে খালি পেটে খেতে হয়। বয়স্কদের ক্ষেত্রে ২ টি বড়ি ও অপ্রাপ্তদের ক্ষেত্রে ১ টি বড়ি থেতে হবে। এর ফলে পেটের গুড়া কৃমি দূর হয়। কৃমি যতদিন না কমবে ততদিন খেতে হবে।

পুরাতন জ্বর: কালমেঘ্যা থেকে প্রস্তুত কৃত বড়ি প্রতিদিন সকালে খালি পেটে খেতে হয়। বয়স্কদের ক্ষেত্রে ২ টি বড়ি ও অপ্রাপ্তদের ক্ষেত্রে ১টি বড়ি থেতে হবে। এর ফলে পুরাতন জ্বর ভাল হয়। যত দিন জ্বর ভাল না হবে ততদিন খেতে হবে।

পেটের যন্ত্রনা/ মাথার যন্ত্রনা: এই উদ্ভিদের পাতার রস খেলে পেটের ব্যথা দূর হয়। কালমেঘ্যার পাতা পরিমাণমত নিয়ে পিষেএর রস খেলে পেটের যন্ত্রনা/ মাথার যন্ত্রনা দূর হয়।

বি: দ্র : যত দিন এই রোগ না সারবে ততদিন এই ঔষুধ প্রস্তুত করে খেতে হবে।


সূত্রঃ

চিরঞ্জীব বনৌষধী

আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য

৪র্থ খন্ড, পৃষ্টা-২৫


মাহমুদুল হক ফয়েজ

মুঠোফোনঃ ০১৭১১২২৩৩৯৯

e-mail:- mhfoez@gmail.com


--Foez 03:27, 1 June 2013 (UTC)